MMonir Trainer 2 years ago |
এই তো সেদিনের ঘটনা, আমি কলকাতা থেকে বাসে জলপাইগুড়ি আসছিলাম। এক বুড়ি মুর্শিদাবাদে বাসে উঠলেন। তিনি কন্ট্রাক্টারকে বললেন- শিলিগুড়ি এলেই আমাকে মনে করিয়ে দিও বাবু।
কন্ট্রাক্টার বললেন- ঠিক আছে বুড়ি মা, আপনি নিশ্চিন্ত থাকুন। বাস চলতে লাগল। সবে ৩০ মিনিট হয়েছে বুড়ি আবার বললেন- “বাবু শিলিগুড়ি এলেই আমাকে বলে দিও কিন্তু।” কন্ট্রাক্টার আবার বুড়ির কথায় সায় দিলেন। এদিকে ৫ ঘণ্টার যাত্রা শেষে শিলিগুড়ি ছেড়ে বাস জলপাইগুড়ির দিকে যাবার পড় কন্ট্রাক্টারের খেয়াল হল বুড়িকে তো নামানো হল না। এখন উপায়? কন্ট্রাক্টার বুড়ির দিকে তাকালেন দেখলেন বুড়ি গভীর ঘুমে আচ্ছন্ন।
সে তখন ড্রাইভারের সাথে পরামর্শ করে গাড়ি আবার শিলিগুড়ি নিয়ে যাবার কথা বলল। যাত্রীরা এর কারণ জিজ্ঞাসা করতেই কন্ট্রাক্টার বললেন- “প্লিজ আপনারা একটু অ্যাডজাস্ট করুন, বুড়ি মানুষ আমাকে শিলিগুড়ি পৌঁছাতেই ডেকে দিতে বলেছিলেন কিন্তু আমার কিছুতেই মনে নেই। প্লিজ বোঝার চেষ্টা করুন। আমরা জথা সময়েই আপনাদের পৌঁছে দিব।” আমরা যাত্রীরা কেউই কিছু বললাম না।
৩০ মিনিট পড় শিলিগুড়িতে আবার গাড়ি ফিরে আসলে, কন্ট্রাক্টার বুড়িকে ডেকে দিয়ে বললেন- “বুড়িমা আপনার শিলিগুড়ি চলে এসেছে, নেমে পড়ুন।” বুড়ি বলল- “আমি তো এখানে নামব না বাবা, আমি জলপাইগুড়িতে নামব।”
কন্ট্রাক্টার কিছুটা হতচকিত হয়ে বললেন- “তাহলে শিলিগুড়ি এলেই আপনাকে ডেকে দিতে বললেন যে!”
বুড়ি তার পটলা থেকে একটা ওষুধের সিসি বেড় করে বলল- “আমার নাতি শিলিগুড়ি এলেই, এই ওষুধটা খেয়ে নিতে বলেছিল তাই শিলিগুড়ি এলেই আমাকে ডেকে দিতে বলেছিলাম। আমাকে ডেকে দিয়ে মঙ্গল কাজ করলে বাবা।
সব যাত্রীরা রেগে কন্ট্রাক্টারের দিকে তাকালেন। কন্ট্রাক্টার বেচারা হাসবেন না কাদবেন কিছুই তার বোধগম্য হচ্ছে না।
Alert message goes here